দিন এনে দিন খাই, সঞ্চয় বলে কিছু নাই
নিম্নবৃত্ত পরিবারের স্বাভাবিক এ দশা,
মহাবিপদে অভিবাবক যিনি, সেতো এক ফঁসা!
নাইকো বল, নাইকো কড়ি, বিপদের সাথে লড়ি
আমাবশ্যা রাতের মাঝেও, আলোর ছটা ডরি।
কাকতাড়ুয়া হয়ে আমি দাড়িয়ে স্বজনের আগে,
পাছে পরিবার স্বজনেরে বিপদের চোখ না লাগে!
দিবা যায় খাটুনিতে, সামান্য কিছু আয়,
সন্ধা হলে উনুন জ্বলে,মাঝেমাঝে সেও না চলে
তবুও আমরা বেজায় সুখি।
পরিবার নিয়ে কষ্টে আছি? সে কথাখান চুঁয়া,
স্বজনের সামনে দাড়িয়ে যে আমি হয়ে কাকতাড়ুয়া।