জীবনে কি যে সুখ আহারে
অনুভব করেছি পেয়ে তাহারে।
কোথা ছিল সে এত কাল?
শ্বরেছি যে তাহায় শত পাল?
শপেছিনু মন অহরনিশি যাহারে।
আধার ঘরে তুমি এক ফাঁলি চাঁদ
পূর্ণিমা কিরণে এটেছ যে বাঁধ।
হাসি ভরা বদনে মুক্তার ঝর
সুখের প্রবাহে ভরালে যে ঘর।
জান্নাতি ধরণীর পেলাম যে স্বাদ।