প্রশংসা কেবল তোমারই তরে
সিজদায় করিলাম মাথা নত,
হাজার বেদনা দাও মুছে দাও
মনের কালিমা আছে যত।
হাজার প্রজাতি করিয়া সৃজন
সেথায় শ্রেষ্ঠ করিয়াছ মোরে,
ধরনীর গালিচায় বুলিয়ে আঁখি
তোমায় খুঁজিগো থরে থরে।
পাঁপের সাগরে ডুবে আছি হায়
তুমি ছাড়া বাঁচাবে কেবা বল,
মনের ভ্রান্তি যত তিমিরের কাল
দুরে প্রভু করে দাও টলছল।
জ্ঞানের প্রদীপ জ্বালোগো হৃদয়ে
চাই নাকো জশ কড়ি ধরনীর পরে
দিয়োগো ছায়া, রাখিয়া নজর
আপন করে নিয়োগো এই অধমেরে।