খাবার মোরা গরম গরম
খাইতে ভালোবাসি,
পেট পুরিয়া খাই সবে,
আর মুখে সুখের হাসি।
গরম ভাত গরম চা ফু মারিয়া খাই,
দেহের ভেতর রোগ বানাচ্ছি
বুঝার উপায় নাই, জানার চেষ্টাও নাই।
রাসুল (সা) আমার নিষেধ করেন
হাদিসে ইবনে মাযাহ,
খরম খাবারে ফু না দিলে
দেহ থাকিবে তাজা,
রোগে পাইবে নাকো সাজা।
খাবার থেকে জলীয় বাষ্প আর
মুখের ফু-য়ে কার্বনডাই অক্সাইড,
উৎপন্ন করিয়া ভয়ংকর এসিড
স্বাস্থ্য নষ্ট করে কার্বন মনোক্সাইড।
হাদিস মানো রাসুল মানো
ইসলামের পথে চলো ভাই,
বিজ্ঞানময় কোরান না মানিয়া
স্বাস্থ্য ভালো রাখার উপায় নাই।