ছোট কাল থেকে জ্ঞানের ব্যসার্ধ দীর্ঘ করিতে ফিরি
দারিদ্রতা পিছুটান যে আমার, জীবণ পেন্সিল ঘিরী!
কোটি নিউরনের শস্য কণাও ব্যয় করতে পারি নি সত্য
প্রভু,কেমনে গড়ি তোমার দেয়া সেই মহা পরিধীর বৃত্ত?
পরিধী গড়ব পেন্সিল দিলে,সবে স্বচ্ছ এক বৃত্তচাপ
কৌণিক বেগে জ্ঞান বাড়ালে এগুতে পারি আরেক ধাপ।
দাও হে প্রভু জ্ঞান বাড়িয়ে, বাড়িয়ে দাও থিটার মান,
আঁকব বৃত্ত বিশাল কায়ায়, চাই ছড়াতে তোমার শান।।
ললাটে আমার পূর্ণ বৃত্ত, নাইবা গড়তে যদি থাকে
রৌপ্য প্রলেপ দিওগো প্রভু, সে বৃত্তচাপের এক ভাগে।
নক্ষত্র মোরে নাই বা কর, করো নাকো জীবণ কালো,
প্রতিফলনে হলেও ছড়াতে চাই তোমার জ্ঞানের আলো।