ধরেছি হাল, তুলেছি পাল
পথে মাঝির জীবন ক্ষেয়া রুদ্ধ
অথৈ দরিয়ায় ভাসছে তরী
কিনারের আশায় আজ যুদ্ধ।
উঠেছে ঝর, হৃদয় থরথর
দরিয়াও হারিয়েছে তাল
এই বুঝি ডুবে যায় জীবন তরী হায়
বিধাতার এ কোন যানি চাল।
হঠাৎ স্মৃতিতে বিধাতার
কোরান পাকের সেই বাণি
সুখেভরা জীবণ টইটুম্বুর
যদি ধৈর্য্যে সহিতে দুঃখ ঘ্লাণি।
আশায় আছি পাব কুল
ঝরহাওয়া বাদলের ভিরে
মন গগনে তখন উড়াইব পাল
তরী বাইব সুখের নিড়ে।