হে প্রিয় বিদ্যাপিঠ, সালাম তোমায়
হে প্রিয় শিক্ষক আশির্বাদ করুন আজ
সতাদর্শে মোদের জীবন যেন বয়
জ্ঞানের পরিধি যেন নাহি হয় ক্ষয়
সূ-শিক্ষার চাদরে মোরা করি যেন সাঁজ।
হে প্রিয় শিক্ষক আশির্বাদ করুন আজ।
হে প্রিয় বিদ্যাপিঠ, সালাম তোমায়
হে প্রিয় ছোট ভাই বোন, ভালোবাসা নাও
তোমাদের যে স্নেহের রশিতে বেধেছি
ভালো চাই বলেই সদা শাসনে রেখেছি
আজ থেকে যে সমাপ্তি হল সর্ব শাসন বাও
হে প্রিয় ছোট ভাই বোন, ভালোবাসা নাও।
হে প্রিয় বিদ্যাপিঠ, সালাম তোমায়
হে প্রিয় ছোট ভাই বোন, আজি কষ্টে ভরা এ মন
যেতে নাহি মনে চায় তোমাদের ছাড়ি
নিয়তির খেলায় আজ থাকিতে নারি
রেখে মন দেহ নিয়ে চলে যাই, আজি বিদায়ের ক্ষণ
হে প্রিয় ছোট ভাই বোন, আজি কষ্টে ভরা এ মন।
হে প্রিয় বিদ্যাপিঠ, সালাম তোমায়
হে প্রিয় বিদ্যাপিঠ, আজি ক্ষমা কর যত ভুল
বিদায় ঘন্টা বাজিল বলে আজ
উন্মত শিরে মোরা সাজিব যে সাঁজ
হাসি মুখে দাও বিদায় পার হতে এই পুল
হে প্রিয় বিদ্যাপিঠ, আজি ক্ষমা কর যত ভুল।