জীবন নদীর তীরে দেখ জান্নাতী খেয়া
উঠলে পরে নাচিবে তখন আনন্দে হিয়া
মাতাল মন তোর শেষ করিবে ক্ষণিকের জীবন
এই খেয়া তোর পৌছে দিবে চিরসুখেরও ভুবন

ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়

সুখের জীবন আসিবে একদিন হইয়া পীড়ন
জীবন ভরে কাঁদাইবে তোরে; করিবে দহন
প্রভাত-সাঁঝে যপিসরে তুই আল্লাহ পাকের নাম
ধুইয়া যাবে পাপের ব্যাধী অন্তরও তামাম

ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়

অর্থ-বিত্ত-খ্যাতির মোহে মত্ত লোভি মন
মৃত্যু পাষাণ হানবে আঘাত; করিবে দহন
খোদার হুকুম হইলে পরে বাজবে মরণ বীণ
পূণ্য ছাড়া সঙ্গে কিছুই যাইবে না সেদিন

ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়

শান্ত হবে পরানও কায়া মানলে খোদার দ্বীন
খােদার প্রেমে করে দে তোর জীবনটা বিলীন
ইহজীবন খেল-তামাশা, স্বপ্ন বিধি শুধুই অর্থহীন
সময় থাকতে কর কর রে সাধন নেইরে বেশি দিন

ও তোরা বেহেশতে যাবি আয়
ঐ যে দেখ বেহেশত তরী যায়।