তোমার মনের ময়লা গুলো,
সাদা কাগজ দাও মুড়ে ।
আর‌ও আছে হিংসা কলহ,
ডাস্টবিনে দাও ছুড়ে ।

সবার ঘরে আজ মুছে যাক,
দুঃখ কষ্টের কালো ।
সবার মাথায় ছড়িয়ে পড়ুক,
জোছনা চাঁদের আলো ।

মাথা উঁচু করুক সকল,
উদ্ভিদ আর প্রাণী ।
হিংসে ভুলে ছড়িয়ে পড়ুক,
শান্তির যত বাণী ।

বোনের গালে চুমু একে দিক,
পৃথিবীর সকল ভাই ।
সকল পিতা গর্জে বলুক,
কন‍্যা সন্তান চাই ।

রামের সাথে রহিম চলুক,
কোরানের সাথে বেদ ।
মানুষের নামে মানুষ বাঁচুক,
ভুলে সব জাত ভেদাভেদ ।

দুষণ কমুক এই ধরনীর,
বাঁচুক শিশুর প্রাণ ।
সবার মুখেই ছড়িয়ে পড়ুক,
স্বাধীনতার গান ।।