রাতে পাশ বালিশটাই আকড়ে ধরলাম ।
হয়ত লিখব একটা চিঠি বা সাধারণ কবিতা ।
ঘুম উড়িয়ে লিখব কোনো এক রমণীর জন্য ।
আমার জীর্ণ মনে আটকে আছে যার ছবিটা ।
কোনো এক সময় ইচ্ছে করে লিখতে গান ।
ভাটিয়ালি সুরে , বা ধার করে সুর মাঝিদের কিছু ।
ইচ্ছে করে সাঁওতালদের ধারালো বর্শায় গেঁথে নিয় মন ।
আমি পারছিনা নিতে সেই রমণীর পিছু ।
দাদু বলেছিলেন কবিতা লিখবি চিন্তা করে ।
হাতে নিতে পারিস সিগার বা লাল হুইস্কি ।
ইচ্ছে করে আলাপ করি রমনীর সাথে ।
কিন্তু পারছিনা ধুর ! প্রেম বোধ হয় রিস্কি ।
প্রেম পরশে কবি আমি , হতে পারে
আমার কবিতার ছন্দপতন বা চিঠি নগন্য ।
আমি কবি রবি নই তবে লিখি ।
সুন্দরী কোনো এক রমণীর জন্য ।।