তুমি বললে শুষ্ক নদে আনব মোহনা ।
তুমি বললে অন্ধ রাতে জ্বালব জোৎনা ।
তুমি বললে ভাসতে পারি , হতে পারি পাখি ।
তুমি বললে হাসতে পারি , দুঃখ চেপে রাখি ।
তুমি বললে বৃষ্টি হব , হতে পারি বন্যা ।
তুমি বললে সাগর যাব , আনব মৎসকন্যা ।
তুমি বললে আকাশ ছুঁব , পাহাড়ে করব বাড়ি ।
তুমি বললে বোবা রবো , কথায় নিব আড়ি ।
তুমি বললে ডায়েরী হব , হতে পারি দোয়াত কালি ।
তুমি বললে বন্ধু হব , পেড়ে দিব চাঁদ এক ফালি ।
তুমি বললে আমি ভাবতে পারি , হতে পারি কবি ।
তুমি বললে লিখতে পারি , আমি মরচে ধরা রবি ।