মন ডুবেছে পাপের বিষে,
কপাল জুড়ে কালো মেঘ ।
ঘুম ভেঙেছে পাখির শিষে,
জীবন জুড়ে শুধুই আবেগ ।
নীল আকাশে ছোট্ট পাখি,
উড়ছে দ্যাখো নিজ স্বাধীন ।
আমি দুই চোখেতে মৃত্যু দেখি,
হিসেব খাতায় বোঝাই ঋণ ।
দুই দিনের এই দুনিয়াতে,
অঙ্ক কষছি রোজ দু বেলা ।
নুন গলে যায় পান্তা ভাতে,
জীবন মানেই টাকার খেলা ।
বেঁচে আছি এটাই নিয়ম,
মরে গিয়েও বাঁচতে হয় ।
রাত্রি জাগে রোজ দুই নয়ন,
মাটির শরীর হচ্ছে ক্ষয় ।
তবুও উঠে দাঁড়াবো আমি,
আজ না হলে কাল নিশ্চয়ই।
জানবে শিক্ষা খুবই দামি,
"মৃতের আবার কিসের ভয় ?"