শুন্য থেকে শেষ অব্দি রোজ যে নিতো খোঁজ
হটাৎ সেদিন থেকে সে নিখোঁজ
তারপর আর হয়নি দেখা
আর হয়নি হাতে হাত রাখা
আর বেজে উঠে না মোবাইলের টোনটি
তারই ডাকে
আর সে খোজে না আমায়
তার ব্যস্ততার ফাকে
আর দেখি নি আমার জন্য তার পাগলামি
আর পারিনি হতে তার চোখের কাজল আমি
আর ঘুম ভাঙা চোখে বাসি মুখে তাকে
বলা হয়নি ভালোবাসি
আর হবে না কখনো বৃষ্টি মাখা দিনে
হেটে চলা পাশাপাশি
হয়তো আর পাবো না কোনোদিনই
তবু স্বপ্নে দেখা দিও “আশা”
আমি জেগে উঠে বলবো এই মাত্র
এসেছিলো আমার ভালোবাসা