প্রেম হয়েছে রাতের সঙ্গে
জরিয়ে থাকে সারা অঙ্গে
ঘুমাতে দেয় না সারটি রাত
গল্প শুনতে শুনতে হয় প্রভাত
স্মৃতি নামক সুখের গল্প
দুঃখের গল্প
গল্প শুরু হওয়ার গল্প
মেঘ জমে যায় চোখের কোনে
শেষ হয় না বাকি থাকেই অল্প
ঝাপসা চোখের সঙ্গী হয়ে
রাত বলে আমি আছি পাশে
একটু কি দিবি চোখের পানি
থাকি না দুজন মিলেমিশে
কত বছর একলাই থাকি
ঘুমিয়ে যাস সব তোরা
আজ পেয়েছি হাতের কাছে
বল সহজে কি যায় ছাড়া ?
কয়েকটা রাত্রি থাক না জেগে
রাতের সঙ্গে প্রেমালয়ে
ছুটিস না তুই ঝড়ের বেগে
একটুই বাকি এই প্রলয়ে
খুব নিকটে প্রভাত এলো বলে
একটু পর তো যাবিই চলে
এই টুকু কেন একলা ছারবি মোরে
ঘুমিয়ে আর কাজ নেই তোর
একটু পরেই হয়ে যাবে ভোর
তখনই না হয় যাস আমাকে ছেরে