তুমি পৃথিবীতেই এক পিস
মুহম্মদ রাসেল হাসান

চারদিকে কত নতুন নতুন রঙের ছড়াছড়ি
আমি সহসাই ওসব রঙে মুগ্ধ হয়ে পড়ি।
       পরক্ষণেই বুঝি এই অপরাধ।
       'আজন্ম মোর তোমাকেই পাওয়ার স্বাদ'-
মর্ম তখন এই ঘোষণাটি আপনি তৈরি করি
সদর থেকে তৃণমূল দেয় বিজ্ঞাপনে ভরি।

'ক্ষণিকের চাওয়া' 'গোলাপ' এর কাছে ঠেকে জাম্বুরি ফুল
ওসব চাওয়া ভালো লাগা শুধু, তুমিই আমার মূল।  
       তোমাকেই যে চাই প্রকৃতপক্ষে
       তুমিই আমার নিরিবিলি বক্ষে
তান্ডব তুলো ঝড়ের মত করে পরম হুলস্থুল।
ওদের চাওয়া ভালো লাগা শুধু, তুমিই আমার মূল।

শুনো হে প্রিয়, 'খু্ব নমনীয়' আমার কথা ফের-
'তোমাকে চাওয়া' অধ্যায়ে না, অনন্ত জীবনের।
       বললেও তুমি বাদ, ফিরে ফিরে আসি
       আমার কাছে গান হও অবিনাশী
আমার সৃষ্ট সমস্ত কাব্যরসে তুমিই  মাখা ঢের
সেই রসপানে তোমাকে পাঠক পাবে সৌরবে সত্যের।

আমার তোমাকেই চাই, বাকি সব ছাই, সব যদিও হারাই;
তোমাকে করাই যাবেনা মিস; তুমি পৃথিবীতেই এক পিস।
        তোমার নেহাত তুমিই উপমা
       ও হে মোর আজও অধরা প্রিয়তমা
আমার তোমাকেই চাই। তোমাকে করা যাবেনা মিস।
কেউই তোমার মতো নয়, তুমি পৃথিবীতেই এক পিস।

রচনা- রাত ১টা ৪৪মিনিট
২৪মে মার্চের প্রথম প্রহর ২২।
নিজগৃহ, নগুয়া কুশলগাঁও, নেত্রকোনা।