আপন মনে ফুটে আছে দুইটি পাহাড়
সন্ধি থেকে চারু হয়ে নেমে
শিল্পরূপে 'অন্ধকার' মেলেছে বাহার।

আরোহন অনধিকার পাহাড়ের চূড়ায়
তবু অনিমেষ চেয়ে থেকে
দৃষ্টির ফুসফুস জুড়াই।

এই টালমাটাল ভরা সবুজ
অসম্ভব নেশা ধরায় রোজ  

উর্বশী গো,
তোমার এই স্ফীত, পরিপক্ব
পাহাড়দ্বয়ের দক্ষ আরোহী হওয়ার- আবেদনটি মঞ্জুর করো।

রচনা: রাত ১১টা ১৮
২৮ এপ্রিল ২৪খ্রি:
নগুয়া কুশলগাঁও, নেত্রকোণা।