রসায়নে রস নেই
মুহম্মদ রাসেল হাসান
বাক্যের শুরু থেকে শেষ
পরিচ্ছেদের সূচনা থেকে যবনিকা
গ্রন্থের উপক্রমণিকা থেকে উপসংহার
কোথাও রসের চিহ্নটুকু নেই।
অথচ বইয়ের নাম রসায়ন।
অধ্যায়গুলো ফেটে চৌচির
বুধ এর বিচিত্র গ্যাসে উত্তপ্ত
দেখি গ্রন্থ খুলেই।
সর্বজন কথিত রসায়নে- রস নেই।
আয়ন করবো কি!
না থাকে যদি প্রেয়সীর কথা, না থাকে প্রেমের কথন
কিভাবে সরসা গ্রন্থ, কিভাবে রসায়ন!
বরং আমার কবিতাগুলো বুঝে, পাঠ করা হলো রস আয়ন
এতে বলি লাবিবার কথা
না দেখে করা প্রেমের কথা
আপনার জীবনের কথা।
পাঠ করলে ইহাই রসায়ন।
রচনা- ১টা ৪৭
প্রথম প্রহর ২৬শে আগস্ট ২২
শয়নপাতে, নিজগৃহ, নগুয়া কুশলগাঁও, নেত্রকোনা।