প্রেম চির অপ্রতিরোধ্য
মুহম্মদ রাসেল হাসান
এই ভরা জ্যোৎস্নায় তোমাকে নিয়ে কবিতা না লিখলে
কলঙ্ক হবে আমার
কলঙ্ক হবে কবিতার এবং
কলঙ্ক হবে বাংলা সাহিত্যের।
এই ভরা জ্যোৎস্না আর তোমার ভরা যৌবন
একে অপরের পরিপূরক।
চাঁদের সাথে মহাকাল ধরে প্রেম করে আসছে কবিরা।
যুগে যুগে কেউ কেউ যে বিয়ে করেনি, এমনটা বলা যাবেনা।
তারপরও চাঁদের প্রেমে পড়ে নতুন কবি।
তাহলে তোমার প্রেমে পড়তে বারণ কিসের।
বারণ কিসের ওই চপচপে ঠোঁটে চুমু খাওয়ার।
বারণ কিসের কচি, হাত ধরে হাটার
ইচ্ছে হলে আলিঙ্গন আর
মোহময়ী মুখে তাকানোর।
সম্বোধন গৌণ সব, সম্পর্কের কাছে সে মানে হার
প্রেম চির অপ্রতিরোধ্য, সে নিষেধ জানে না মানার।
রচনা- রাত ১১টা ৪৮
৯ই অক্টোবর ২২
উঠোনে চাঁদের নিচে বসে, নগুয়া কুশলগাঁও, নেত্রকোনা।