নদী ভাঙন
কবি মুহম্মদ রাসেল হাসান
আগুনে পুড়ালে ভিটে তবু থাকে
হলেও সর্বহীন
তুমি টেনে নিলে কিছুই থাকেনা
ভিটেটাও হয় বিলীন।
প্রগাঢ় যৌবন ছলছল করে
তরঙ্গ তুলে ভারি
তোমার কোলে বাঁধতে চায় তাই
সকল মানবই বাড়ি।
তোমার জল আর পরশ দেখে
বেকুব বেচারি হায়
অনলের পাহাড় নেভাতে যায়
বহুল আকাঙ্ক্ষায়।
তুমি উল্টো কায়দা করে
কবজ করো জীবন
বাঁচার জন্য বশ করে নাও
শিখা সন্তরণ।
রচনা- রাত ১২টা ২৩ মিনিট
প্রথম প্রহর ১লা আগস্ট ২২
শয়নপাতে, নিজগৃহ, নগুয়া কুশলগাঁও।