হোমিওপ্যাথিক ওষুধের ন্যায় বিশ্বাসে তা বাড়ে
মুহম্মদ রাসেল হাসান
ভালোবাসা হলো পরমের তরে অসামান্য মায়া
এর মাঝে লুক্কায়িত ঈশ্বরের কায়া।
খেয়াল করে দেখতে থাকলেই নিজের শক্তি হারে
হোমিওপ্যাথিক ওষুধের ন্যায় বিশ্বাসে তা বাড়ে।
ভালোবাসার সুরটা বিরাট অপূর্ব, অস্ফুট।
একটা লোকের পুড়ে পুড়ে খায় হৃদয়ের চিরকুট।
ভালোবাসা চাষ করা হয় প্রতিটি নিঃশ্বাসে।
ভালোবাসা বেঁচে থাকে দ্বিগুণ বিশ্বাসে।
ভালোবাসায় নিত্য নতুন জন্মায় বিস্ময়
ভালোবাসায় বেশি শুধু, প্রাণের অপচয়।
রচনা: রাত ১২টা ১৬
প্রথম প্রহর ৫ই অক্টোবর ২০২২
নগুয়া কুশলগাঁও, নেত্রকোণা।