হঠাৎ দেখা
কবি মুহম্মদ রাসেল হাসান

বালিকা আচমকা তোমার সাথে দেখা হয়ে গেল!
ধরো সত্যিই দেখা হয়ে গেল কোনো শুটিং স্পটে,
শিল্পকলায়, রমনায়, মিডিয়া গলি কিংবা টিএসসি চত্বরে।
ধরো তোমার সাথে দেখা হয়ে গেল
কোনো টেলিভিশনের ইন্টারভিউ রুমে।
তখন কি করব আমি?
জীবনের প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো
ছোকরা অভিনেতাটার মতো
হাত দুটো কোথায় রাখব ভেবে পাব না,
নায়িকাকে আলিঙ্গনের আমোঘ পিপাসা নিয়ে
প্রত্যক্ষে চোখের দিকেই না তাকাতে পারা ছেলেটার মতো
দুঃসহ যন্ত্রণায় বোবা হয়ে থাকব তখন,
তখন মহা শূন্যে ভাসছি, পায়ের তলায় মাটি নেই,
চোখে গোলক ধাঁধাঁ, স্কন্দে পৃথিবী
বক্ষে কি জানিনা
জলের মতো নিরাকার হয়ে যাচ্ছি।

তোমার সামনে পৃথিবীর সবচে' অসহায় প্রাণীটি বসে আছে
মনে হবে তখন, তোমারই প্রভুত্ব স্বীকার করতে আমার আগমন-
আমি সব জানি, সব জানি আমি, অথচ ভয়ে কিছুই বলতে পারছিনা?

এরপর?
এরপর শহরে কিয়ামত হবে?
প্রেজেন্টার কিছুই বুঝবেনা?
চ্যানেল বন্ধ হয়ে যাবে?
এরপর কি হবে কেহই জানেনা।
এমনকি, এরপর কি হবে আমিও জানিনা।

রচনা- রাত ১২টা ৫৯মিনিট
৫ই আগস্ট ২২
নিজগৃহ, নগুয়া কুশলগাঁও, নেত্রকোনা।