চলচ্চিত্র
মুহম্মদ রাসেল হাসান

তোমাকে চোখ থেকে তাড়াতে চাই
আশ্চর্য; আমি যত তাড়াই তুমি, ততই বেশি থাকো

মনের মধ্যে, মাথার মধ্যে, হৃদয়ের ক্যানভাসের মধ্যে
চলচ্চিত্র করো তুমি, আমায় রেখে নিথর।
আমি যেন তোমার তুমির টিকিটবিহীন প্রেক্ষাগৃহ
অহর্নিশ প্রদর্শনেই থাকো।

আমার আমি চলচ্চিত্রে মগ্ন হয়ে রয়।
পৃথিবীতে চোখ না থাকায়
চলতে চলতে হোঁচট খেয়ে পথের মধ্যে অভিশপ্ত হয়।  

হঠাৎ আবার
জ্বালিয়ে দাও অনুযোগের ম্যাচের কাঠি।  
একটা সময় তুমিও নিভো, দহন নিভেনা।

এ কি হলো আমার
দহন করে চলচ্চিত্রের পুনঃ সম্প্রাচার।

রচনা- ৪ঠা ডিসেম্বর ২০২২
সময়- ১মাস ৬দিন
নগুয়া কুশলগাঁও, নেত্রকোণা।