চাঁদের ভিতর দেখি মুখ
মুহম্মদ রাসেল হাসান
মধুর মতো তরলাভ
লিপিস্টিকে চকচক করছে ঠোঁট
অবলায় আচ্ছাদিত সবটুকু মুখ
চুল থেকে বের হচ্ছে পরিচ্ছন্ন ঘ্রাণ
ঈষৎ হাসিও সাথে অতুলনীয়।
রিতিমতো ফিগার আর ধ্রুপদী ফিটনেস
যথেষ্ঠ হাইট আর আনুমানিক ওয়াইট
মোহের প্রলেফ আর দারুণ গ্লামার
পাশাপাশি বসেছিল শহুরে একদিন
সুষম সৌন্দর্যে সে লাবিবার সতীন।
নিশিত স্নানের বেলা পুকুর আমাকে সাঁতরায়
আকাশ থেকে গলে পড়ে চিক চিক জ্যোৎস্না
জল ও জ্যোৎস্নার সৌরভে ভেসে যেতে যেতে
চাঁদের ভিতর দেখি
ওই সেই মুখ
একি! নতুন করে হলো নাকি অদ্ভুত অসুখ!
রচনা- রাত ২টা ৩৮
৬ই অক্টোবর ২০২২
বিছানা থেকে উঠে, নগুয়া কুশলগাঁও
নেত্রকোণা।