বোধের মৌচাক
মুহম্মদ রাসেল হাসান
যার সংসার যত বড়, তার দুঃখও তত বড়।
দুঃখের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে জেনেও তবু
জগতের পরিধি বাড়াই।
বেদনায় পতিত হবো জেনেও সম্প্রসারণ করি বোধের মৌচাক।
পীড়নে পীড়নে বড় হতে হবে।
ছোট থাকলে যাতনা নিষ্প্রয়োজন।
দেখি, দুঃখের আশঙ্কায় অনেকে পরিবার বড় করে না।
অনেকে আবার ছোট-বড়ো সংসারের পার্থক্যই নিরূপণ করতে পারেনা।
সংকুচিত জগত স্থুল বস্তু দিয়ে পূর্ণ করে ভাবে; চূড়ান্ত সফল।
রচনা: ৬টা ৯
২৩-৫-২৪
আবুল খয়রাত রোড, চকবাজার, ঢাকা।