একটা মানুষ চাই
মুহম্মদ রাসেল হাসান
ধীরে ধীরে দখল নিলো অঙ্গ জুড়ে শীত
সকাল, সন্ধ্যা পড়ে এখন কুয়াশাও কিঞ্চিৎ।
ধরবে কাঁপন, হিমের হাওয়া উড়বে সারা গায়
মানুষ তো- তাই, এমন সময় 'একটা মানুষ' চাই।
হাতের তালু যুক্ত করে রাখবে সে তার হাতে
জাগিয়ে তুলে কাছাকাছি হাঁটবে সুপ্রভাতে।
ঘন সবুজ পত্রের আঁচল ছাড়বে যেই পবন
উষ্ণ হতে করবো তখন প্রত্যাশা পূরণ।
ধরবে কাঁপন, হিমের হাওয়া উড়বে সারা গায়
মানুষ তো- তাই, এমন সময় 'একটা মানুষ' চাই।
রচনা: শয়নপাতে, রাত ১টা ১মিনিট
প্রথম প্রহর, ২৮শে নভেম্বর ২৩
২/১আলী হোসেন খান রোড, ঢাকা।