সারা বিকেল ঝুম বৃষ্টি হলো বলেই আকাশ মেঘহীন
এদিকে হৃদয় ভাঙচুর করা মন খারাপ তোমার
সন্ধ্যা বেলা তাই ছাদে অপলকে চেয়ে চেয়ে দেখলে নিটোল চাঁদ।

তোমার বারান্দার টবের গাছে ফুল ফুটলো।
রাস্তা দিয়ে কত জন মুগ্ধ হয়ে দেখে গেলো,
অথচ,
তোমারই দেখা হলো না।