কাদছো তুমি মুখ লুকিয়ে
ভাবছো আমি দেখছিনা তা
দেখছো আকাশ অপলকে
সারা গায়ে আলস্যতা ।

দিচ্ছো যে দোষ শুধু আমায়
এ দোষ, ও দোষ, অনেক দোষে
আমি কিইবা করতে পারি
এমন গভীর দীর্ঘশ্বাসে ।

ভাবছো আমি এমন কেনো
তোমায় কেনো আর বুঝি না
একলা মনে করছো তোমায়
আর আমাকে পর অচেনা ।

ভেবে ভেবে ব্যাকুল তুমি
কাটবে কবে এমন আঁধার
রাতটা কেনো এতো বড়
হয় না যে ভোর স্বপ্ন দেখার ।

তবু বলি শান্ত স্বরে
দূরত্ব আর কতোটা কাল
তারারা সব যাচ্ছে সরে
এইতো বুঝি হচ্ছে সকাল ।

হাঁটবো বলে খুব সকালে
হাত ধরেছি এমন বেলায়
নীল মেঘেরা হাসলে আবার
চড়বো দুজন স্বপ্নভেলায় ।