রাত্রি দ্বিপ্রহর,
অপেক্ষা কি তবে আর?
ধূসর বৃত্তে ঘেরা আলো অন্ধকার।

কেন তবে ছুতে চাওয়া সেই ছায়াপথ।
কেন তবে জেগে থাকা নির্জনতায়।
কেন তবে সরে আসা মেঘগুলোকে
ধরে রাখা উঠোনে, বৃষ্টির আশায়।