তোমার ছায়া পড়ে না জলে
কাছে কোথাও বৃষ্টি  হলে
শুধু শুনি একটি নূপুর ,
অলস পায়ের ধ্বনি

তোমার দেয়াল ভাঙ্গে না বলে
আড়ি পেতে রই খেলার ছলে
পলক ফেলার শূন্য আশার,
অসাড় স্বপ্ন বুনি

তোমার ঘুম ভাঙ্গে না বলে
ঠায় বসে রই আলো না জ্বেলে
আঁধার ঘরের আবছা আলোয়
ঘড়ির শব্দ শুনি

এই কি তবে শেষের বেলা
গুটিয়ে সকল শখের খেলা
স্তব্ধ দ্বারে বসিয়ে আমায়
করলে অমন ঋণী

সিলিং ফ্যানের মাকড়শা জাল
নীরবতায় হচ্ছে নাকাল
শুনতে সে তাল নীরব সুরের
ভোরের প্রহর গুনি