বেলা শেষের অবহেলায়
আমি ই বুঝি গেলাম হেরে
অগোছালো গল্প গাঁথা
কিংবা শুধু কথার ফেরে
চর্তুভূজের চার দেয়ালে
সমান্তরাল ছিল কি কেউ?
রাগ আর ক্ষোভের অভিমানে
হিংসা টুকুই তুলছিল ঢেউ
হরেক রকম আলোর ছটায়
চোখ পুড়েছে সন্ধ্যা শেষে
সকাল কি আর হবে বলো
শুভ্র সাদা রঙের বেশে ?
মিথ্যে কথার মায়া টুকু
রইল তোমার সব টা জুড়ে
আমায় তুমি রাখবে ধরে
কোন সে চেনা গানের সুরে?
লুকোচুরির এই আঁধারে
মন পাহারার অসম্ভবে
আকাশ সমান দূরত্ব আজ
আকাশ টা কে ভাঙতে যাবে?