মাত্রাতিরিক্ত যন্ত্রনায়
স্নায়ুতন্ত্র হারায় ইন্দ্রিয়গ্রাহ্যতা।
শরীরবৃত্তীয়কার্য থেমে যায়
ক্ষনিকে ক্ষনিকে।
বসন্তের হাওয়ায় পাই
বিষাদের গন্ধ।
সদ্য ফোটা আমের মুকুল
চেয়ে থাকে মলিন মুখে।
পথের ধারে পরে থাকা শিমুলের
ঝড়া ফুলেও মনে পড়ে না,
এই বুঝি বসন্ত এল।
নিদ্রায় জড়ো জড়ো আখি দুটি
ঘুমের ঘোড়ে কাতর হয়।
চোখের সামনে ভেসে ওঠে
অবয়ব মুখচ্ছবি।
তবু তোমায় ভুলে যেতে ভয় হয়,
কষ্ট হয়।
বিমূর্ত হৃদয় তবু তোমায় ভালবাসতে চায়,
ভালবেসে যায়।





.........................
২৬/০২/১৮, ২২.৩৭