কবে যেন তারে দেখেছি
খুউব কাছে থেকে।
তারও থেকে বেশি হয়তো
ঠিক মনে পড়ে না।
তার প্রেম সিদ্ধ বাঁকা ঠোঁট
নিতম্ব উচিয়ে এলোকেশ,
বজ্রপাতের ভয়ার্ত ডাকে
জেগে ওঠা সুপ্ত প্রেম
মনে পড়ে।
কোথায় কবে, সে কথা জানি নে।
নতুন পুরাতন সমস্ত ডায়েরি খতিয়ে
কিছুই উদ্ধার করতে পারি নি শেষে।
কোন একদিন বেগতিক ঝড়োহাওয়া
আর শিলাবৃষ্টিতে কেউ একজন আমায়
তার বড় বড় ফুল তোলা নরম ওড়নার আড়ালে লুফিয়ে নিতে শশব্যস্ত ছিল।
হয়তো দুপুর হবে, নয়তো তারও কিছু পড়ে।
দিনক্ষন,বার কিংবা তারিখ অথবা সন,
বর্ষা তো নয়ই, কোন সে ঋতু তাও
ঠিক মনে পড়ে না।

কবে কেউ একজন
ভীষন ক্ষীপ্ত মেজাজে বলেছিল,
"আমাকে ভুলে যাও।"
সেই তখন থেকে ভুলতে বসেছি
সবকিছু আর মনে রাখতে পারি না।
সামান্য সে পরিচয়টুকুও না।
কে সে?
কেন এমন করে বলেছিল!!
মনে পড়ে না।

ও গো রঙিনী,
আজ যদি প্রশ্ন করো,
"আমি কে বলো তো?"
সত্য বলছি, আমার মনে পড়ে না।
মাথা ধরে আসে, দেহে ভার নামে,
তবে কেন যেন মনে হয় ,এই কন্ঠস্বর কত যুগ ধরে শুনে চলেছি চির অমর রবীন্দ্র সংগীতের মতো।
তোমায় চিনি কি না
জানি না গো সই,
ঠিক মনে পড়ে না।


রাসেল আহমেদ
১৭/০৮/১৮