আমারগাঁয়ের পাশের গাঁয়ে
অহংকারী জগা৷
একখানো নাই ডিগ্রী তার
বকবকানির সেরা৷
হ্যান করেছে,ত্যান করেছে
আরো কত কি!
একখানি তার বাকি আছে
চুরি - ডাকাতি৷
সেটাও যদি হতো তার
করার মতো কাজ
কোন ব্যাটা সে করে আগে
দেখতো বসে ত্যাজ৷
এখন বসে ভাবছে জগা
আমার কত নাম,
আকাশটা যে হয়নি ছোঁয়াই
কেমন হল কাম!
সবছেড়ে তাই জগা এখন
নামবে ভীষণ বেগে,
একাজ তাকে পারতে হবেই
নইলে মরবে লাজে৷
আর দেরি নয়,আর ব্যারি নয়
কাজটা করা চাই,
শুরুর দিকে আমগাছে সে
উঠলো জোড়ে লাফাই৷
একটু জোড়ে লাফ দিয়ে সে
উঠলো টিনের চালে
নিচের দিকে তাকিয়ে জগা
মনের মতো হাসে৷
হাফছেড়ে তাই ভাবছে জগা
টিনের চালে বসে,
আকাশ ছোঁয়ার স্বপ্নটা তার
সত্যি হলো বটে৷
এখন জোড়ে হাক দিয়ে সে
বলে,“ওরে বোকা,
কোথায় গেলি আয় ছোকরা
দ্যাখ, কি করেছে জগা৷
কই গেলিরে ,কই গেলিরে
হাড়- হাফাতের দল
জগার তরে আকাশ ছোঁয়া
ব্যাপার হলো,বল?”
আকাশ ছুঁতে জগা এবার
তাকায় আকাশ পানে,
হঠাৎ করেই বচন যে তার
বন্ধ চির তরে৷

রাসেল আহমেদ
২৪/০১/২০১৮