জীবনটা পিথাগোরাসের উপপাদ্য
হয়ে গেল কখন জানি না।
সুত্র মিললে চিত্র মিলে না
চিত্র মিললে তো সংজ্ঞার ধার ধারে না।
তুষ্ট হয় না চিত্তও।
এই বিচিত্র জীবনে বিচিত্র মানুষ
বিচিত্র তার আচরন।
ঠিক পিথাগোরাসের চিত্রে
একবাহু অন্য বাহু
একাধিক বাহুর সাথে যেমন জড়িয়ে থাকে।
কিছু মানুষ তার অংকন ভাল জানে হয়তো।
শুধু নির্বোধ রই আমি,
কিছুতে বুঝে উঠতে পারি না
কার সাথে ,কোন বাহু ডোরে
নীবর সুতোয় বেঁধে রয় সে।
কোন সুতোয় বেঁধে রয়েছে আমার
নরম সুতোয় শক্ত বাঁধন।
নৈরাশ্য যেখানে হাতছানি দেয়
আমি নামের অছম ভূতটা
দারুন বেমানান হলেও
মানিয়ে নিতেই প্রস্ততি নিতে হয় এখন।
অসম্ভব খেয়ালে ভুলে যেতে পারি না
আমার জীবনের নাম পিথাগোরাস।
.............................................
রাসেল আহমেদ
২২/১২/১৭