তুমি তো এলে
সোনালি বিকেলে;
সন্ধ্যা নেমে এলো কেন!"
ক্ষনিক পরেই নামবে
দিক-বিদিক অন্ধকার।
নেই আলো
নেই মশাল জ্বালাবার শলাই ।
গহীন অরন্য
হিংস্রতার ভয় আমাকে পায় না।
আমাকে পায়
সে যে বিচ্ছিন্নতার ভয়।
পথ নাই চেনা,
রথ নাই জানা;
চলতে দ্বিধা হয়।
"দুর বোকা,
দু'জন দু'জনার জান;
যাবে যদি থাকতে প্রান।"
আমার কলিজায় যার ঘ্রান,
শিরা-উপশিরায় যার অবাধ্য বিচরন।
তার নিয়া
এই সেই ভাবনা আমার সাজে না তো!
হয়তো......
আমি কি আছি তার পরাণ সাজে?

অতঃপর ভোর হলো
অন্ধকার মুছে গেল।
গহীন অরন্যে
আমি একলা।