তোমাকে দেখলেই
ছুঁয়ে দিতে ইচ্ছে করে।
অথচ তোমার উপর আমার কোন অধিকার নেই!
প্রাণ ভরে ভালবাসতে ইচ্ছে করে।
কিন্তু তোমাকে ভালবাসার অধিকার নেই!
আমার কি অধিকারই আর আছে,বলো ?
ভোটার তালিকায় নাম আছে,
ভোটাধিকার নেই।
সার্টিফিটাইড নাগরিক আমি,
অথচ আমার নাগরিকাধিকার নেই!
থানা-পুলিশ,নেতা-নেত্রী,
ক্ষমতাধর বন্ধাবও নেই।
দুটো কথা বলার অধিকারও নেই!
মোট কথা, আমার বিচারাধিকারই নেই।
গাড়ি নেই,বাড়ি নেই,
ধন-জন কিচ্ছু নেই।
তুমি যে একজন নারী; তাও নেই।
টাকা নেই; হোটেলের রুম বুক নেই।
পদ-পদবী,একটিও নেই।
পেট পুরে খাবার অন্ন নেই,
দামি দামি বস্ত্র নেই।
আমার কোন অধিকারই নেই।
স্বাস্থ্য বলো,পেশায় বলো,
নেশায়ও আমার অধিকার নেই।
শুনেছি পেটে ভাত না থাকলে ভালবাসা জানলা দিয়ে পালায়।
আমার ঘরের শক্ত কাঠের জানলাও নেই।
কি অধিকারই বা আমার আছে বলো?
তোমাকে প্রশ্ন করার অধিকারও তো নেই।
অধিকার,অধিকার
অধিকারের উপরই তো
আমার কোন অধিকার নেই।
দেহের ভিতর যে প্রাণ আছে,তাকে
বেঁধে রাখার অধিকারও নেই।
তুমি, রাষ্ট্র,সমাজ,ধর্ম,
কিছুতেই আমার কোন অধিকার নেই।
১০/০৫/১৯