একটা কলঙ্ক দিও আমায়।
বিষমাখা কলঙ্ক
বিরহ ভরা কলঙ্ক
বিচ্ছিন্নতার কলঙ্ক।
যে কলঙ্ক ব্যাথাভরা হয়।
যে কলঙ্ক কালিমাখা হয়।
যে কলঙ্ক হাজার খ্যাতি হার মানায়।
একটা কলঙ্ক দিও আমায়,
যে কলঙ্কে স্মৃতি কথা কয়
সে কলঙ্ক দিও যাতে স্মৃতি ভোলা যায়।

যে কলঙ্ক ঘৃণা ভরা নয়।
যে কলঙ্ক সহজেই মুছে যায়।
যে কলঙ্ক মানুষ তুচ্ছ করে না
যে কলঙ্ক প্রেমিক হৃদয় পুড়ে না।
সে কলঙ্ক আমার চাই না।

যে কলঙ্ক পুড়ে পুড়ে ছাই করে।
যে কলঙ্কে সবুজ হৃদয় বেদনায় ভরে।
সে কলঙ্ক আমায় দিও,
যে কলঙ্ক মানুষ থেকে মনুষ্যত্ব চেনা যায়
সে কলঙ্ক আমায় দিও।
সহস্র কলঙ্ক চাই না আমার
শুধু একটা কলঙ্ক দিও।



...............................................
রাসেল আহমেদ
০৬/১২/১৭