শীতের ছোঁয়া যায় যায় বলে
বসন্ত এসেছে নতুন রূপে সাজে
তুমি এসেছিলে বসন্ত এই দিনে,
প্রকৃতি মাঝে ভিন্ন রূপে সেজে
খেয়ালীপণা আবেগ নিয়ে।
চারিদিকে ফুলের গন্ধে
সুবাশিত আজ,
তুমি আমি পাশাপাশি
থাকবো চিরকাল।
ফুলে ফুলে ভরা বসন্ত;
রাঙিয়ে দিব তোমায়,
এই বসন্ত আটকে থাকবে
তোমার প্রতিচ্ছায়া''
এমন বসন্ত আমার জীবেন
ফিরে আসুক বার বার;
তাই তো আমি অপেক্ষায় আছি!
আসবে তুমি আবার।
উৎসর্গঃ কাছের কেউ একজন, প্রকৃতি এই ভালোবাসার মায়ার টানে কাটিয়ে দিব তোমার সাথে সারাটা জীবন।
===================
শিবপুর, নরসিংদী, ঢাকা
১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ