জানি একদিন আসবে ফিরে!
সোনালী বিকেলে রোদ্দুরে,
কোন এক খোলা আকাশের নিচে
নীল প্রজাপতি হয়ে।
চারিদিকে থাকবে শুধু কাশফুল
অসময়ে ঝরে যাবে,
অঝোরে শ্রাবণ-
কেশগুলি তোমার উড়ছিলো
বসন্তের হাওয়াতে,
ভালোবাসা জানাতে!
দুইটি গোলাপ রেখে দিও!
কোন একদিনে অপেক্ষায়।
সূর্য ডুবা কোন এক অকাল সন্ধ্যায়
পুকুর পাড়ে দাঁড়িয়ে ছিলাম
তোমার অপেক্ষার প্রহরে।
============================
বি.দ্রঃ- আমার কবিতার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে,
তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
২ অগ্রহায়ন ১৪২৯ বঙ্গাব্দ।