দুর্নীতি আজ সমাজ জুটে
   দেশটা খাচ্ছে চড়ে,
তিলটা দিলে তালটা পাবে
   আর থাকে না নুনে।
সেইও আজ মুখোশ পরে
    দেশ-বিদেশে ঘুরে।
কেন, জানি দায় সারে কেউ
   কদর বেড়ায় গুনে।
হাবলা করে দাবলা দাওয়া
   আর থাকে না হুর্স,
মানবতা আজ বিমুখ পথে-
  সজ্জারিত এই দেশে!
    রক্তাক্ত করে সে
   নিজের সার্থ খুঁজে,
এভাবেই এগিয়ে চলে
   অবিনাশের দিকে।


     নরসিংদী, ঢাকা
=============
১৮ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ।