স্বপ্নে মাঝে গড়িয়া বাঁচি আমি
সবার তরে পরে,
জীবনে সাথে চলিয়া বাঁচি আমি
সার্থক জনম তরে।
নিজের জন্য খুঁজিয়া বাঁচি আমি
কারো জন্য নহে,
দেশকে ভালবাসিয়া বাঁচি আমি
মাতৃভূমি স্তরে।
মানুষের মাঝে খুঁজিয়া পাই আমি
বিচিত্র এরকমে সুরে!
আনন্দের সাথে খুঁজিয়া পাই আমি
হাজারো কূলে অবদূরে।
দুঃখ-কষ্ট মাঝে খুঁজিয়া পাই আমি
সর্বাঙ্গে গুনে।
স্নেহে তৃষ্ণায় সাথে খুঁজিয়া পাই আমি
সমতার গুনে।
=======================
বি.দ্রঃ যদি আমার কবিতার লেখায় কোন ভুল ত্রুটি হয়ে থাকে,
তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
২৮ শে কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ।