ঘন কালো মেঘগুলো
   জমাট বেঁধে ঘুরে,
হঠাৎ যেন আকাশ ছেড়ে
   অমনি করে নামে।
ক্ষীণ গুড় গুড় শব্দ শুনে-
   আমায় যেন ডাকে!
ভন ভন করে ঘুরতে থাকে
  কালো মেঘের দাওয়া,
অন্ধকারে কালো মেঘের
   ধবল বকের পালা।
আকাশ থেকে নেমে আসে,
   লাল বিদ্যুতের তাঁরা
ঐ পাড়াতে শোনা যায়-
  পাখির ডাকে সারা।
ধুম ধুম করে বৃষ্টি পড়ে
  কালো মেঘের পাড়া।


নরসিংদী, ঢাকা
০৪/১২/২০২২
==============
বি.দ্রঃ আমার কবিতার লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে,
তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।