হে ছয় ঋতু দেশ আমাদের মাতৃভূমি দেশ
বারো মাসে ছয় ঋতু গড়ে ওঠে এই দেশ।
ছয় রঙের হয়ে ওঠে প্রকৃতি স্বদেশ।
বারো মাসে রূপ নেয় ছয় ঋতু বলে,
তখনই শুরু হয়, ছয় রং তুলে।
অলক্ষ্যে বিদায় নেয় একক ঋতু পরে,
তাইতো এখন ঋতু চক্র দু, মাসে ঘুরে।
মুক্ত আকাশে পাখি উঁড়ে ছয় রঙের বেশে
এভাবে গড়ে ওঠে ছয় ঋতু,
বাংলাদেশে।