বৃষ্টির রাতে জোছনা আলো
করে রিমঝিম।
চারিদিকে চাঁদের আলো-
করে ঝিলমিল,
হালকা করে ঝড়ো হাওয়া-
বৃষ্টি পড়ে টিপটিপ,
আকাশে তে চমক ফেলে
লাল বিদ্যুতের আলোই-
মেঘলা রাতে মেঘলা আকাশ
দক্ষিণে কূলে, বইছে বাতাস।
গাছের পাতা কেমন জানি;
করছে ঠাপাশ,ঠাপাশ
বৃষ্টি রাতে পানি যেন-
করছে টলমল!
এখানে সেখানে ব্যাঙের ডাকে-
করছে ঘ্যাঁনগ্যানো,
মেঘের আড়ালে জোছনা আলো
করছে উঁকিঝুঁকি।      



=======================
       শিবপুর, নরসিংদী, ঢাকা
       ১৪ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ  
বি.দ্রঃ আমার কবিতার লেখায় যদি কোনো
ভুল ত্রুটি হয়ে থাকে,তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।