পাগলি তোরে দেখেছিলাম যেদিন,
বৈশাখীর ওই মেলায়।
সকল আবেগ ভাসছিলো আমার,
ভালবাসার ওই ভেলাই
ফুচকা হাতে দাড়িয়ে ছিলে,
যখন একা তুমি।
সত্যি করেই লাগছিলো তোরে,
হিরের থেকেও দামি।
লাল শাড়িটা গাঁয়ে তোমার,
আলতা রাঙ্গা বেশ।
ওরি মাঝে উড়ছিলো তোর,
মেঘো বরন কেশ।
শত ভিড়ের মাঝেও আমি,
গেলাম তোরি কাছে।
বললাম ভাল-বাসি তোরে,
একটু মৃদু হেসে।
নামবার টা নিয়ে পাগলি,
বলেছিলো দিবে কল।
সত্যি করেই আসেনি ফোনে,
মারেনি সে মিসকল।