নির্মম নিমজ্জিত হয়ে,
নিরবে নিভৃতে মনোহর হয়ে।
অক্লান্ত মায়াবী মনে ,
বারবার কাছে টানে কোন মায়ার টানে।
মায়ার বন্ধনে জড়িয়ে কাউকে ,
সহজে ভোলা যাই না মনের অজান্তে।
একটু সুখের সন্ধানে ঠাঁই পাই মনের এক প্রান্তে।
হৃদয় মাঝে আছে যার ঠাঁই।
তারে কী কখনো ভুলা যাই?
নেই কোন রক্তের বন্ধন।
আছে শুধু মনের বাঁধন।
কিন্তু বাস্তব বড়ই নিষ্ঠুর।
এতো ভালোবাসার স্মৃতি কথা।
জমে উঠে হৃদয় মন্দিরে কিছু ব্যথা।
মনের অজান্তেই হারিয়ে যাই নিছক স্মৃতি।
প্রেমের দুয়ারে এইটাই ছিলো প্রাপ্তি ।