কতো হাসি কতো কান্না
এই নিয়ে জীবনের সূচনা।
কেউ হাসে নিরবে
আবার কেউ বা কাঁদে আড়ালে।
জীবন শূন্য ব্যর্থ নৈপুণ্য
আসে ছদ্মবেশে বেশে।
জীবনের রঙ দিয়ে ভরিয়ে দাও আনমনে।
রঙ্গের রঙ্গ মঞ্চে যেও না রসা তলে।
কতো ঘাত কতো যে প্রতিঘাত
কতো যে আবেগ প্রবনতা।
তাই নিজ মনোবল শক্ত করে।
নিজেকে তুমি স্বাগতম জানিয়ে।
নামো তুমি জীবন যুদ্ধে ।
রাঙ্গিয়ে তুলো তুমি নিজের জীবন কে।
দেখ তোমার স্বাগতম জানাবে পুরো পৃথিবী তে।