জীবন সংগ্রামে যদি যাও হেরে
প্রতীক্ষার দিনগুলো রবে সব পড়ে।
নিদারুণ কল্পনাতে রবে সব স্মৃতি
অব্যক্ত কাব্য গুলো মুছে হবে ক্ষতি।
বাস্তবতার নিদারুণ কল্পনা
মনের চারপাশে এঁকে দিবে আল্পনা।
ব্যর্থ যদি হয় জয়ের সোপান
সাফল্যের মুক্তাকাশে ওঠে জয়ের নিশান।
জয় যেখানে ছিলো সুনিশ্চিত
সাফল্যের স্বাদ পেলাম না কিঞ্চিত।