এলো বুঝি ফাগুন
মনে জ্বালা বেড়ে গেলো দ্বিগুণ।
চারিদিকে কতো পাখি গায়।
কতো ফুলের সৌন্দর্য ছড়ায়।
কিন্তু আমার মনের পাখি লুকিয়ে বেড়াই।
ফাগুনের ওই দমকা হাওয়া
তোমার চুলে দিবে দোলা।
নিবে তোমার বরন করে শিমুলের ফুলের মালা।
তোমার চুলের সৌন্দর্য ছড়াতে
চলে আসো না দমকা বাতাসে।
তোমার কালো কেশ দেখে
বলবে কানে কানে।
কোকিল বুঝি লজ্জা পেলো তোমার কালো কেশ দেখে।
প্রকৃতির মাধুরী মিশিয়ে
নিবো যে তোমার আপন করে।