ওরে বাবু মশাই,
ঘরবাড়ি ছাড়ছো কোন আশাই।
স্বপ্ন দেখার সৌভাগ্য হলো যখন আড়াই।
বাস্তবতার অচিনপুরে সিগন্যাল করে তখন লড়াই।
সবে মাত্র জীবন শুরু
এক অচেনা মানুষ হলো তার গুরু।
জীবনের স্বপ্ন দেই যখন হাতছানি।
আলতো করে দিল সে হাতে তালি।
ওরে বাবু মশাই,
কোন কিছু করতে নাই বেশি লাভের আশাই।
আশার পাখি করবে যখন নিরাশ।
নির্জনে বসে করবে হাই হতাশ।
না জানি থাকবে কতো দিনের বন্ধুত্ব ।
গুরু দিকে দিচ্ছে কতো যে গুরুত্ব।
জীবন থেকে যাবে যখন চলে।
খুজবে তখন জীবনের মশাল জ্বেলে।
১০ সেপ্টেম্বর ২০১৯
মিরপুর -ঢাকা